সরকারি মহিলা কলেজ ছাত্রীর পাশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী নাবিলা সুলতানার ফরম পূরণের অর্থসংকটের খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছিরঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম এর নির্দেশে বন্দর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত অর্থ দিয়ে নাবিলার ফরম পূরণের ব্যবস্থা করেন।

নাবিলার ফরম পূরণের সময় উপস্থিত ছিলেন—

  • বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রোমান হোসেন
  • বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ বাশির
  • অর্থনীতি বিভাগের লেকচারার কামরুল ইসলাম
  • অর্থনীতি বিভাগের খালেদা আপা

এই উদ্যোগকে প্রশংসা করে শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ, যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন,
“ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে আসবো।”

ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ কলেজ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *