পরিবহন শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে মানববন্ধন

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :  

ইজিবাইক চালকসহ সকল পরিবহন শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে এবং যানজট নিরসনে ফুটপাতসহ রাস্তা থেকে সকল দোকানপাট ও অবৈধ দখল উচ্ছেদ করার দাবিতে মানববন্ধন করেছে অটো রিকশা বা ইজিবাইক চালকরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বৃষ্টিকে উপেক্ষা করে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডে এ মানববন্ধন করেন তারা। ‘বাংলাদেশ ইজিবাইক শ্রমিক সমিতি ও বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠন’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তবে তারা এ দুটি দাবি নিয়ে মানববন্ধন করলেও তাদের মূল দাবি ছিলো শহরের চাষাঢ়া পর্যন্ত অটো রিকশা বা ইজিবাইক চলাচলের অনুমতি। তারা জানান, বেশ কিছুদিন ধরে অটো রিকশা চাষাঢ়ায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। চাষাঢ়ায় গেলেই ছাত্র পরিচয়দানকারি কিছু ছেলেরা আমাদের গাড়ীর চাকা লিক করে দেয়। অন্যদিকে চাষাঢ়ায় প্রবেশ করতে না পেরে তারা আশানুরূপভাবে যাত্রী পাচ্ছেন না। ফলে অর্থাভাবে পরিবার নিয়ে তারা অনেক কষ্টে আছেন বলেও জানান।

এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শহরে ঢুকতে চাই না। আমরা শুধু চাষাঢ়া মোড় পর্যন্ত অটো রিকশা চলাচলের অনুমতি চাই। আমরা শৃঙ্খলাভাবে গাড়ী চালাতে চাই। কিন্তু আমাদের চাষাঢ়া পর্যন্ত অটো রিকশা চলাচলের অনুমতি দেয়া হচ্ছে না। চাষাঢ়া দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় চলন্ত অবস্থায়ও তারা (ছাত্ররা) গাড়ীর চাকা লিক করে দেয়। দিনের পর দিন তাদের অত্যাচার আরও বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সন্তানাদি ও পরিবার নিয়ে আমাদের পথে বসতে হবে।

তারা আরও বলেন, আমরা প্রতিটা চালক মালিক-মাহাজন ছাড়া বিভিন্ন সমিতি থেকে কিস্তি নিয়ে জীবন যাপন করছি। প্রতিদিন আমাদের কিস্তি দিতে হয়। এছাড়া অটো ভাড়াবাবদ ৭শ টাকা মাহাজনকে দিতে হয়। আমাদের ঠিকমত গাড়ী চালাতে না দিলে আমরা কিভাবে কিস্তি ও গাড়ীভাড়া দিয়ে সংসার চালাবো।

বক্তারা বলেন, তারা (ছাত্ররা) মিশুক গাড়ীকে বৈধ যানবাহন। কারণ, মিশুককে নাকি সিটি কর্পোরেশন লাইসেন্স দিছে। আমাদের প্রশ্ন হলো, মিশুক কিভাবে বৈধ হলো? মিশুক কি পেট্রোলে চলে? মিশুকও ব্যাটারিতে চলে অটো রিকশাও ব্যাটারিতে চলে। সুতরাং ব্যাটারি চালিত মিশুক যদি বৈধ হতে পারে তাহলে অটো রিকশাকেও বৈধতা দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, অটো রিকশা চালক আনুক, কবির, নাজমুল, ওমেদ আলী, আল আমিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *