সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে সোনারগাঁও থানার আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়। সোনারগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে গাড়ি তল্লাশি করছিলেন।
এসময় কুমিল্লা থেকে আসা ‘সেন্টমার্টিন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং রাজবাড়ি-ব-১১-০০২৫) থামানোর সংকেত দিলে এক যাত্রী দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করে।
গ্রেফতারকৃতের নাম প্রসেনজিৎ (২০)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাক শ্যামপুর গ্রামে। পরে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় প্রসেনজিতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।