সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অভিযান চালিয়ে রনি (২৮) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক রনি সিদ্ধিরগঞ্জ থানাধীন ধনু হাজী রোড এলাকার উসমান গণির ছেলে। পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রনির কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম জানান, আটককৃত রনির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং সোমবারই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।