ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র শীর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের বন্ধু ও জামতলার শীর্ষ মাদক ব্যবসায়ী আপেলকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
মঙ্গলবার ২৩ শে সেপ্টেম্বর রাত ১১:৩০ মিনিটে ফতুল্লা থানায় করা একটি বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় ফতুল্লার জামতলা এলাকাস্থ আপেলের নিজ বাড়ি থেকে তাকে গেপ্তার করা হয়।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শরিফুল ইসলাম জানায়, এস আই মিলন ফকিরের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ফতুল্লা থানায় রয়েছে। সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে।