ফতুলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইভন হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চানমারী এলাকার রেললাইনের পাশের ঝোপ থেকে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ইভন হত্যা মামলার তদন্তকারী ইনস্পেক্টর আনোয়ার হোসেন ও তাকে এই অভিযানে বিশেষ সহযোগিতা করেন ফতুল্লা থানার উপ-পরিদর্শক ( এসআই) শামিম হোসেন। এই মামলায় পুর্বে আটককৃত শফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী এই অভিযানে নামে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আমজাদ হোসেন রাজু (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আমজাদ হোসেন রাজুর বাড়ি সোনারগাঁও উপজেলার আলগীরচর গ্রামে। তিনি মৃত শাহাবুদ্দিন ও রানী বেগমের ছেলে। বর্তমানে তিনি পশ্চিম মাসদাইর এলাকায় আলী নুর ফকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম (ওসি) জানায় , দীর্ঘ অনুসন্ধানের পর এই মামলায় পুর্বে আটককৃত আসামি শফিকুলের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ইভন হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে হওয়া গেছে।
এদিকে স্থানীয়রা আশা করছেন, এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।