সিদ্ধিরগঞ্জ গোদনাইলে জেলা ম্যাজিস্ট্রেটের উদ্যোগে অবৈধ ড্রেজার ব্যবসা বন্ধ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১০ নং ওয়ার্ড গদনাইল বাগপাড়ায় দীর্ঘ ১৬ বছর ধরে চলে আসা অবৈধ ড্রেজার ব্যবসার অবসান ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতির ঘনিষ্ঠ দেলোয়ার হোসেন দেলু এই অবৈধ ব্যবসা পরিচালনা করছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এতদিন ব্যবসাটি চালিয়ে যাচ্ছিলেন।

ড্রেজারের পাইপলাইন বসিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বাড়িঘরের ক্ষতি, জমি দখল এবং পরিবেশ বিপর্যয় পর্যন্ত ঘটেছে এই ব্যবসার কারণে।

অবশেষে এলাকাবাসীর প্রতিবাদে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেবজানিতোর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার সরঞ্জাম জব্দ করে কার্যক্রম বন্ধ করা হয়। এলাকাবাসীও প্রশাসনের সঙ্গে মিলে দেলুর ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ান।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট দেবজানিতোর বলেন—
“এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা এই অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করেছি। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে দেলোয়ার হোসেন দেলু বলেন—
“আমি এতদিন জীবিকার জন্যই এই ব্যবসা চালিয়ে আসছিলাম। যদি কোথাও সমস্যা হয়ে থাকে, আমি প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেব।”

অভিযানের পর এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *