সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশ বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
সোনারগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর পংকজ কুমার আচার্য, সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী রূপান্তর মেঘনা সুপার সার্ভিস পরিবহন (নং মেট্রো-ব-১৫-০৮৪২) থামানোর সংকেত দেন পুলিশ। গাড়িটি থামলে হঠাৎ একজন যাত্রী হাতে প্লাস্টিকের বাজারের ব্যাগ নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম-পরিচয় প্রকাশ করে। আটক ব্যক্তির নাম মোঃ রাকিব (২২), পিতা-মৃত মিঠুন, মাতা-মৃত পারভীন বেগম, সাং কসবা তেতুয়া, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়ীয়া। তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে।
সাব-ইন্সপেক্টর পংকজ কুমার আচার্য বলেন,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিদিনই আমরা চেকপোস্টে যানবাহন তল্লাশি করি। সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করলে রাকিবকে ধরা হয়। তার কাছে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া গেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।