নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নবাব সলিমুল্লাহ সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আলহাজ মমিনুল হক সরকার।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি হাফেজ আবদুল মোমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে জনগণ প্রকৃত ন্যায়বিচার ও শান্তি পাবে। কুরআনের আলোয় দেশ আলোকিত হলে অভাব-অনটন দূর হবে এবং সেই লক্ষ্যেই জামায়াত কাজ করছে।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। আর কোনো ভোট ডাকাতি তারা মেনে নেবে না। আমরা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছি। সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।”

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তারা সরকারের প্রতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান এবং ষড়যন্ত্রমূলকভাবে একক দলকে ক্ষমতায় বসানোর যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *