ট্রবিউন ডেস্ক রিপোর্ট
ফতুল্লা থানা বিএনপি, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও কৃষক দলের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মাসুকুল ইসলাম রাজিব। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে রাজীব ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজের মধ্যে নেতৃত্ব গঠন ও একতা বৃদ্ধি করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবপুর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাদবর, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান সুমন, ছাত্রদলের সাবেক নেতারা শাহাজাদা আলম রতন, মাইনুল হাসান রবিন এবং বিএনপি নেতৃবৃন্দ মোহসিন বেপারি, রুবেল, নাজমুল, কবির হোসেন খোকন, রাসেল প্রধান, মীর জনি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রদলের নেতা ও ফতুল্লা থানা বিএনপির নেতা মেহেদী হাসান শ্যামল। সার্বিক তত্বাবধানে ছিলেন ছাত্রদলের নেতা জাবের আহমেদ ও পলক আহমেদ। ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মারুফ, সেচ্ছাসেবক দল নেতা সায়েম এবং সাবেক মহানগর ছাত্রদলের সহসভাপতি স্বর্ণাও উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে “আট ওবারে ১৭১” দল, এবং রানার্সআপ হয় “রানা একাদশ”, যথাক্রমে ১৭১ ও ৯৪ পয়েন্ট অর্জন করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই প্রতিযোগিতা ফতুল্লা এলাকার যুবসমাজের মধ্যে ক্রীড়া চর্চা ও দলগত সহযোগিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।