পরের বর্ষা মৌসুমের আগেই নগরীতে চলমান গভীর নালার নির্মাণ কাজ শেষ হবে : নাসিক

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :

আগামী বর্ষার আগেই শহরে চলমান গভীর নালার (ড্রেন) সংস্কার কাজ সম্পন্ন হবে জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, “আগামী বর্ষায় এই নগরীতে জলাবদ্ধতা হবে না। কেননা, পরের বর্ষা মৌসুমের আগেই নগরীতে চলমান গভীর নালার নির্মাণ কাজ শেষ হবে।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু সড়কে চলমান গভীর নালার সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

সিটি প্রশাসক আরও বলেন, “শহরের ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনসহ জনসেবার বিষয়ে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাবে।”

সিটি প্রশাসক আবু নছর শায়েস্তা খান সড়ক ও নালার কাজও পরিদর্শন করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

এ সময় আরও উপস্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *