বন্দরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-৪

বন্দর প্রতিনিধি:

বন্দরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারিসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সোনারগাঁ থানার উলুকান্দী দাউদিয়াগাও এলাকার বজলু মিয়ার ছেলে আক্তার হোসেন (৪০) রুপগঞ্জ থানার শনের টেক এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪৭) ও বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার আলতাব মিয়ার বাড়ী ভাড়াটিয়া মৃত মফিজ উদ্দিন ওরফে মোস্তফা মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০) ও বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার হারুন মিয়ার বাড়ি ভাড়াটিয়া খোকন মিয়ার স্ত্রী শিউলী বানু (৪৫)।

বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(৯)২৫ ও ৩৫(৯)২৫। গ্রেপ্তারকৃতদের শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলা কাইকারটেক ব্রীজ সংলগ্ন হাজী সাহেবের মোড়ে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ইয়াবা ও একই থানার দক্ষিন লক্ষনখোলাস্থ হারুন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া বাড়িতে তল্লশী চালিয়ে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে বন্দর থানার বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *