গোদনাইলে পদ্মা ডিপোর কর্মকর্তার অপসারণ দাবিতে শ্রমিকদের ৪৮ আল্টিমেটাম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের গোদনাইল পদ্মা অয়েল পিএলসি লিমিটেড ডিপোর সেকেন্ড অফিসার আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ট্যাঙ্কলরি মালিক-শ্রমিকরা। এ ঘটনায় রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডিপোর মূল ফটকের সামনে মানববন্ধন করে তারা তার দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে মালিক-শ্রমিকরা অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সেকেন্ড অফিসার আব্দুর রহিম নিজের নিয়মে ডিপো পরিচালনা করছেন। তারা বলেন,
বিআরটিএর অনুমতি অনুযায়ী চাহিদা মতো তেল লোড করতে দেওয়া হয় না। তার ইচ্ছামতো লোড নিতে হয়। এতে অযথা হয়রানি ও লাঞ্চনার শিকার হতে হয়। তেল লোডে দেরি হওয়ায় রাত-বিরাতে বিভিন্ন পাম্পে সরবরাহ করতে হয়। আবার অনেক সময় লোড শর্ট হয়ে যায়, যার কারণে মালিকেরা বেতন কেটে নেয়। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এসব নিয়ে প্রশ্ন করলেই আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয়।

তারা আরও জানান, এ ধরনের স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

অভিযোগের বিষয়ে সেকেন্ড অফিসার আব্দুর রহিম বলেন,
অনেক মালিক-শ্রমিক গত ৩ থেকে ৭ বছর ধরে ক্যালিব্রেশন করেননি। আমি তাদের কাছ থেকে লিখিতভাবে কবে থেকে ক্যালিব্রেশন শুরু করবেন তার প্রতিশ্রুতি নিয়েছি। হয়তো এ কারণেই আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত শ্রমিকরা ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *