বৈষম্য দূর করতে হলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে : মাওলানা জব্বার

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার ফতুল্লা দক্ষিণ সাংগঠনিক থানার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শতাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তিনি ফতুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কোতালেরবাগ, বাংলাদেশ মাঠ, সস্তাপুর উত্তর ও দক্ষিণ এলাকায় জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া চান।

বাদ আসর কোতালেরবাগ বাংলাদেশ মাঠ থেকে জনসংযোগ কার্যক্রম শুরু হয়। এরপর তিনি কোতালেরবাগ মধ্যপাড়া, সস্তাপুর বিশ্বরোডসহ আশপাশের সড়ক ও অলিগলিতে ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা আবদুল জব্বার বলেন,সকল বৈষম্য দূর করতে হলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। যিনি মানুষ সৃষ্টি করেছেন, সেই আল্লাহই জানেন মানুষের শান্তি কোন পথে। কুরআনের পথই শান্তির পথ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের পক্ষের প্রতিনিধি কে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা দক্ষিণ সাংগঠনিক থানা আমির মাওলানা নাসির উদ্দিন, সেক্রেটারি ডা. ফরিদ, ৫ নং ওয়ার্ড জামায়াত সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান, নুরুদ্দীন খুশি, শ্রমিক নেতা আজিজুদ্দিন বাবুল, বশির হাজি, মজিবুর রহমান, মো. মহসিন, মো. রজবসহ স্থানীয় জামায়াতের শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *