বন্দর প্রতিনিধি
বন্দরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ২৮ সেপ্টেম্বর ভোরে ২২নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রবিবার সকালে বন্দর থানায় ধৃত মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার নং ৩৬(৯)২৫ইং। ধৃতরা হচ্ছে থানার ২২নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে পায়েল খান(৫০),২৩নং ওয়ার্ড একরামপুর এলাকার হাবিবুর রহমান হবির ছেলে বাবু(৩০) ও ২২নং ওয়ার্ড বন্দর বাজার এলাকার মৃত কেবল চান বর্মনের ছেলে মরন চান বর্মন (৪৮)।
সুত্রমতে,গত ২৮ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মোতালিবসহ সঙ্গীয় ফোর্স বন্দর লেসারার্স আবাসিক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে ২২নং ওয়ার্ডস্থ লেজারার্স আবাসিক এলাকা ৬নং গলি লালন চানের দুচালা টিনের ঘরের পরিত্যক্ত রুমে মাদক ব্যবসায়ীরা গাজাসহ বিভিন্ন রকমের মাদকদ্রব্য রাখিয়া ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছিল।
পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর সময় মাদক ব্যবসায়ী পায়েল,বাবু ও মরনচাদ বর্মনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ সময় ধৃত মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশী করে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রবিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে ধৃত মাদক ব্যবসায়ীদের উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়।