বন্দরে স্বেচ্ছাসেবক দলনেতা রমজানকে কুপিয়ে আহতের ঘটনায় আটক ১

বন্দর প্রতিনিধি

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রমজান হোসেন(৩০)কে কুপিয়ে আহতের ঘটনার মামলায় সাদ্দাম(৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার ২৭ সেপ্টেম্বর রাতে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সাদ্দাম হোসেন বন্দর ইউনিয়ন পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে।

সুত্রমতে,গত ২৫ সেপ্টেম্বর সকালে বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রমজান হোসেনকে নিজ বাড়ি পুরান বন্দর থেকে কথা বলার নাম করে একই এলাকার জলিল মিয়ার ছেলে সন্ত্রাসী জুয়েল,সাদ্দাম,সোহেলসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল বাইরে ডেকে নিয়ে যায়।

পরে পুরান বন্দর ছালা পাগলের দরবারের ভিতরে রিপন ডাক্তারের পরিত্যক্ত বাড়ির ভিতরে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হামলাকারীরা ফেলে রেখে পালিয়ে যায়। আহত রমজান মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে আহত রমজান মিয়ার পিতা সিরাজুল হক বাদী হয়ে বন্দর থানায় ৫জনকে আসামী করে মামলা দায়ের করলে ওই মামলার জের ধরে এজাহারভূক্ত ২নং আসামী সাদ্দামকে পুলিশ গত শনিবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *