আড়াইহাজারে গণপিটুনিতে সাবেক মেম্বার সোহেল নিহত

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে নিহত হয়েছেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সাবেক মেম্বার সোহেল (৪৫)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াপাড়া ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহেলকে ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। তার বিরুদ্ধে নানা অভিযোগ ও দীর্ঘদিনের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে তারা মারধর শুরু করে। একপর্যায়ে গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন সোহেল।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন—
ঘটনাটি প্রাথমিকভাবে গণপিটুনি বলেই মনে হচ্ছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নিয়েছি। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল ছিলেন আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ প্রায় ১৫–১৬টি মামলা রয়েছে।

এর আগে গত ১২ জুন র‌্যাব-১১ কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে তার ঘনিষ্ঠ সহযোগী ফজলুল হক ফজুসহ গ্রেফতার করেছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *