ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
বিএনপি নেতাদের সাথে বৈঠক করে সদর উপজেলা কার্যালয়ে আসামাত্র বৈষম্য বিরোধী মামলার আসামী আওয়ামী লীগ নেতা আকিল উদ্দিন কে আটক করে পুলিশে দিলো যুবদল নেতা-কর্মীরা।
আটককৃত আকিল উদ্দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগের সদস্য। সোমবার(২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিন টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাইরে থেকে আকিল উদ্দিন কে আটক করে পুলিশে সোপর্দ করে যুবদল নেতা কর্মীরা।
তবে এ সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ভূইয়া।
আকিল উদ্দিনের বিরুদ্ধে একাধিক বৈষম্য বিরোধী মামলা রয়েছে বলে জানা গেছে। তথ্য মতে, গত কয়েকদিন পূর্বে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ মেম্বারকে ইয়াসিন হত্যা মামলায় ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে। রশীদ চেয়ারম্যান কে গ্রেফতারের পর থেকে বক্তাবলী বিএনপির একটি পক্ষ আওয়মালীগ নেতা আকিল উদ্দিন কে তার স্থানে স্থলভুক্ত করতে পরিকল্পনা করে।
এরই ধারাবহিকতায় বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, আকিল উদ্দিন, মহিউদ্দিন সহ কয়েকজন মেম্বার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষ করে উপজেলা নির্বাহী অফিসে এলে কারাগারে আটক রশীদ চেয়ারম্যান সমর্থিত যুবদল নেতা -কর্মীরা আকিল উদ্দিন ও মহিউদ্দিন কে আটক করে।
তবে পুলিশ আসার পূর্বেই যুবদল নেতা-কর্মীদের ম্যানেজ করে কৌশলে ঘটনাস্থল থেকে চলে যায় মহিউদ্দিন। পরে পুলিশ এসে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার হত্যা মামলার আসামি আকিল উদ্দিন কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, আকিল উদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা রয়েছে। তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।