ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদ্যস সচিব মাশিউর রহমান রনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফতুল্লা থানা তরুণ দল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নগরীর সিনেমন চাইনিজ রেস্টুরেন্টে এক সেমিনারে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় ফতুল্লা থানা তরুণ দলের আহ্বায়ক তরিকুল ইসলাম সিফাত, সদস্য সচিব মোহাম্মদ আলী বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতারা মাশিউর রহমান রনিকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।