ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক বলেছেন, শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ দিন প্রতিমা বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড মাঠ পর্যায়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে। পাশাপাশি নদীতে প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্ক অবস্থান গ্রহণ করবে কোস্ট গার্ডের সদস্যরা।
তিনি বলেন, বিসর্জনকালে অতিরিক্ত উৎসাহ বা অসাবধানতার কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য কোস্ট গার্ডের ডুবুরি দলও প্রস্তুত থাকবে।” তিনি পূজায় অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসব পালনের আহ্বান জানান।
আজ বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া রামকৃষ্ণ মিশনে মহানবমীর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে মহাপরিচালক পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক নারী-পুরুষ পূজায় অংশগ্রহণ করেন।