ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর পৌনে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, ভোরে ঢাকামুখী লেন থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজনের নাম রাকিব (৩৫)। তার বাড়ি রংপুরে। অপরজনের নাম এখনো শনাক্ত করা যায়নি তবে তার বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিহত দুই চালক একই মালিকের অধীনে ট্রাক চালাতেন। এর মধ্যে একটি ট্রাক মহাসড়কে বিকল হয়ে পড়লে অপর ট্রাক দিয়ে সেটিকে টেনে আনা হচ্ছিল। একপর্যায়ে ট্রাকটি সড়কের মাঝামাঝি বিভাজকে আটকে যায়। ঠিক তখনই অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।
পরিদর্শক জুলহাস বলেন,
“দুর্ঘটনাটি ভোর চারটা থেকে পৌনে ছয়টার মধ্যে ঘটে থাকতে পারে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন ট্রাক দুটি ব্রিজের উপরই আটকে ছিল। ওই অংশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ফলে সরাসরি ভিডিও ফুটেজ পাওয়া সম্ভব হয়নি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল ওই পুলিশ কর্মকর্তা।