ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এই শারদীয় দুর্গাপূজা আমাদের দেশে যে বন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, তা দেশের সবার জন্য অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, “আমরা এই ঐতিহ্যকে সযত্নে ধারণ করেছি এবং চাই বিশ্বের মানুষও যেন এটি দেখতে পারে।”
ডিসি বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শহরের পাঁচ নং ঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। “আমরা চাই সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমাগুলো বিসর্জন সম্পন্ন হোক। সেই কারণে যারা বিসর্জনে অংশগ্রহণ করবেন, তারা সময়মতো উপস্থিত হোন—এই আহ্বান আমরা মণ্ডপ কমিটির নেতাদের কাছে জানাচ্ছি।”
ডিসি বলেন, “সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। প্রতিটি উপজেলায় আমরা মণ্ডপ পরিদর্শন করেছি। চাই সবাই একত্রিত হয়ে আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করুক।”
তিনি আরও উল্লেখ করেন, হিন্দু ধর্মাবলম্বীদের অনুরোধ অনুযায়ী নতুনভাবে সম্প্রসারিত ঘাটে প্রতিমা বিসর্জন হবে। “কিছুক্ষণের মধ্যেই প্রতিমাগুলো ঘাটে আসবে। নতুন ঘাটে নিরাপদ ও সুষ্ঠুভাবে বিসর্জন কার্যক্রম সম্পন্ন হবে।”