বিজয়া দশমী ঘিরে নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর কড়া নিরাপত্তা

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 

প্রতিমা বিসর্জনে জনসমাগমে অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জসহ র‌্যাব-১১ এর আওতাধীন এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিমা বিসর্জনের মতো জনসমাগমপূর্ণ আয়োজনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য র‌্যাব সদস্যরা মাঠে কঠোর অবস্থানে রয়েছেন।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, বিজয়া দশমীতে প্রতি বছর হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এবারের নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। অতিরিক্ত টহল, মোবাইল টিম ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিসর্জন ঘাট ও মণ্ডপ এলাকায় সাদা পোশাকের টিমসহ গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।

র‌্যাব জানায়, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে পুরো নারায়ণগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় নজরদারি অব্যাহত থাকবে। জনগণের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে র‌্যাব শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *