১৫ লাখ টাকা অগ্রিম নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র : মাসুদুজ্জমান

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জে সমাজসেবক, ক্রীড়া অনুরাগী চেম্বার অব কর্মার্সের সাবেক সভাপতি সদ্য বিএনপিতে যোগদেয়া নেতা মাসুদুজ্জামান মাসুদের রাজনৈতিক ক্যারিয়ার বিনষ্ট এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেওয়ায় তার বিরুদ্ধে নানা ষড়য়ন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী এ ব্যবসায়ী নেতা জানান, তাকে মনোনয়ন থেকে দুরে রাখতে দলের কাছে হেয় করতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার জন্য ৩০ লাখ টাকা দিয়ে লোকজন ভাড়া করেছে। এ জন্য ১৫ লাখ টাকা অগ্রিম দেয়া হয়েছে বলে ওই ভাড়াটিয়া গ্রুপ মাসুদুজ্জামান মাসুদকে জানিয়েছে বলেও দাবী করেন তিনি।

সম্মেলনে বিএনপিপন্থী ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার জন্য বিএনপির ঐতিয্যবাহী একটি পরিবার যে গ্রুপকে ভাড়া করেছে, সে গ্রুপই মাসুদকে এসব জানিয়েছে। গ্রুপের একজন প্রথমে ফোন করে তাকে বলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনার সাথে এ ব্যপারে কথা বলতে চাই। পরে ওই গ্রুপকে মাসুদ তার অফিসে আসতে বলেন। সে মতে তারা মাসুদের অফিসে এসে জানায় ৩০ লাখ টাকা ভাড়া ১৫ লাখ টাকা অগ্রিম দিয়েছে। মামলার যাতীয় প্রমাণও তাদের কাছে আছে। মামলার হওয়ার পর ১ হাজার লোক নিয়ে বিএনপির ঐতিয্যবাহী একটি পরিবার কেন্দ্রে গিয়ে মাসুদের বিরুদ্ধে এসব বলবে যেন তাকে মনোনয়ন না দেয়া হয় এবং দলের কাছে তার ভাবমুর্তি ক্ষুন্ন হয়। মাসুদ দাবী করেন তিনি ৩৫ বছর যাবত বিএনপির রানীতির সাথে জড়িত। বিগত সময়েও তিনি নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদের পাশে ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। এ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, বহিস্কৃত বিএনপি নেতা শওকত হাসেম শকু সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *