ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি এবং দুইটি বোমা উদ্ধার করেছে।
শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ঢাকার র্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোররাত আনুমানিক পৌনে ৪টায় নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গায় এসব বোমা নিষ্ক্রিয় করে।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার মোবারকশাহ সড়কের পাশের খালি জায়গায় অভিযান পরিচালনা করি। সেখানে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি কার্তুজ এবং দুইটি বোমা উদ্ধার করা হয়। পরে বিষয়টি হেডকোয়ার্টারের বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।
র্যাব কর্মকর্তারা বলছেন, এখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক করা যায়নি। তবে কারা এসব পরিত্যক্ত অস্ত্র ও বোমা রেখে গেছে তা তদন্তের বিষয়। অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ, স্থানীয় তথ্য ও অন্যান্য প্রমাণাদি যাচাই করা হচ্ছে।
অস্ত্র ও বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর বাবুরাইল এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ র্যাবের উপস্থিতি দেখার পর আতঙ্কে ছিলেন। পরে বোমা নিষ্ক্রিয় হওয়ার খবর শুনে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পরিত্যক্ত অস্ত্র ও বোমা উদ্ধার করা র্যাবের জন্যও সতর্কতার ইঙ্গিত। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।