ফতুল্লা প্রতিনিধি
পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. শাহালম (৪৩) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী। এ সময় হামলাকারীরা তার প্যান্টের পকেট থেকে ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শাহালম বর্তমানে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শাহালম নারায়ণগঞ্জের কাশিপুর মধ্য বামন গরুরা এলাকার মৃত মুনসুর আলীর ছেলে। তিনি ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জামান ঢালী (৪৪) ও তার ছেলে মো. সিয়াম (১৮) সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে জামান ঢালীর সঙ্গে পোল্ট্রি ব্যবসা করে আসছিলেন শাহালম। ব্যবসায়িক লেনদেনে জামান ঢালীর কাছে ১ লাখ ৮ হাজার টাকা পাওনা ছিল। এর মধ্যে গত ২ অক্টোবর জামান ঢালী আরও ৩৬ হাজার টাকার মুরগি ক্রয় করেন এবং আগের বকেয়া সহ সব টাকা একসঙ্গে পরিশোধ করার আশ্বাস দেন।
কিন্তু নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে শাহালম ফোনে টাকা চাইলে জামান টাকা দিতে অস্বীকৃতি জানান এবং তাকে ভয়ভীতি দেখান। এমনকি শাহালমের দোকানে গিয়েও তিনি হুমকি-ধামকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার দিন ৬ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহালম জামান ঢালীর দোকানে গিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা ফেরত চান। এতে জামান ঢালী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। শাহালম আপত্তি জানালে জামান হাতে থাকা ছুরি দিয়ে তার ওপর হামলা চালান।
শাহালম বাম হাত দিয়ে কোপ ঠেকাতে গেলে তার কনুইয়ের নিচে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। একই সময়ে জামানের ছেলে সিয়াম শাহালমের পকেটে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং রামদা আনার জন্য দৌড়ে যায়।
শাহালমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় জামান ঢালী হুমকি দিয়ে বলেন, “টাকা চাইলে বা থানায় গেলে খুন করে ফেলব।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় শাহালমকে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত জামান ঢালীর বিরুদ্ধে সম বিরোধীর ছাত্র হত্যা মামলা, পাসপোর্ট অফিস পোড়ানোর ঘটনায় মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।
ফতুল্লা মডেল থানার কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।