সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে এএসআই রাশেদুল ইসলাম, কনস্টেবল সৈয়দ হোসেন ও শাহীন আলমসহ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালানো হয় সিদ্ধিরগঞ্জ এসও ঈদগাহ ব্রিজ এলাকায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ সাগর (৩২)-কে আটক করা হয়।
সাগরকে আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা (ওজন ৩ গ্রাম) ও ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকাগুলো মাদক বিক্রির অর্থ বলে ধারণা করছে পুলিশ।
অভিযানের সময় সাগরের সহযোগী মোঃ বাপ্পি (২৮) পালিয়ে যায়। সে-ও একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ধৃত সাগর ও পলাতক বাপ্পি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও বিক্রি করে আসছিল। তারা খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবকদের কাছে ইয়াবা বিক্রি করতো।
এসআই মোঃ জহুরুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সাগর জানিয়েছে, সে সহযোগী বাপ্পির মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকায় বিক্রি করতো।
ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ধৃত সাগরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক বাপ্পিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট মাদক চক্র সক্রিয় হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই ধরা পড়ছে, তবে অনেক চক্র এখনো আড়ালে থেকে সক্রিয়ভাবে মাদক সরবরাহ চালিয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে ছোট পরিসরে মাদক বিক্রি করলেও এর পেছনে বড় নেটওয়ার্ক কাজ করছে বলে ধারণা করছে পুলিশ।