মানুষের সেবা করে যেতে চাই : অধ্যাপক রেজাউল করিম
সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, “আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি, চাঁদাবাজির রাজনীতিও করিনি। যতদিন ক্ষমতায় ছিলাম, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। আর যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবা করে যেতে চাই।”
শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে মোগড়াপাড়া চৌরাস্তায়,রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন’সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম।