সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন একরামপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে ও
চাষাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের আয়োজনে সর্বসাধারণের জন্য ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
১০(অক্টোবর)শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে তিন শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে একরামপুর নবজাগরণ যুব সংঘের সদস্যরা বলেন,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছে।
দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন।কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না।
তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি।এ আয়োজনে সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে।
চাষাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার আল মামুন বলেন,বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখের ছানিসংক্রান্ত রোগী নির্বাচন করা,কম্পিউটারের মাধ্যমের ভিশন কারেক্টশন করা এবং পূর্ণ চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়।
একজন অধ্যাপক ও দুজন ডাক্তারের তত্ত্বাবধানে এ ক্যাম্পে সেবা প্রদান করা হয়।