ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের কলা ভবনে আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতি ভণ্ডুল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সরকারি তোলারাম কলেজের কলা ভবনের পেছনে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের একটি দল সেখানে পৌঁছালে হঠাৎ পরিস্থিতি বদলে যায়। যুবদল–ছাত্রদলের উপস্থিতি টের পেয়ে আওয়ামী কর্মীরা মিছিলের সরঞ্জাম ফেলে দ্রুত সরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন,আমরা গত কয়েকদিন ধরে খবর রাখছিলাম—তারা যেকোনো সময় কলেজ রোড এলাকায় নাশকতার চেষ্টা চালাতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে আজ আমরা তৎপর ছিলাম। সময়মতো পৌঁছে মশাল মিছিল শুরুর আগেই কার্যক্রম পণ্ড করতে সক্ষম হয়েছি।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
নগরীর কলেজ রোড ও তোলারাম কলেজ এলাকা সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। স্থানীয়দের ধারণা, সামনে রাজনৈতিক কর্মসূচি ঘিরে এ ধরনের মুখোমুখি অবস্থান আরও বাড়তে পারে।