ফতুল্লায় ময়লার গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট : 

ফতুল্লার তল্লার সুপারীবাগ এলাকায় ময়লার গাড়ি হতে দাবীকৃত চাদাঁর টাকা না দেয়ায় চালকদের মারধর এবং হত্যা করে লাশ গুম করার অভিযোগ পাওয়া গেছে মৃত.রশিদ মহাজনের ছেলে মো.খোকনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী আবুল হাশেম শেখের ছেলে মো.জুয়েল শেখ ফতুল্লা মডেল থানায় খোকনগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে মো.জুয়েল শেখ উল্লেখ করেন যে, তিনি বাসাবাড়ির ময়লা নেয়ার জন্য ৬টি গাড়ি বানান এবং ৬টি গাড়ির জন্য ৬জন ড্রাইভার নিয়োগ দেন। উক্ত চালকরা বাসাবাড়ির ময়লা নেয়ার জন্য গেলে হাজিগঞ্জ গোপটা এলাকার মৃত.রশিদ মহাজনের ছেলে মো.খোকন,আরশাদ মিয়ার ছেলে অনি,হানিফ শেখের ছেলে সোহাগ, আবদুর রবের ছেলে মাহিন, আলী হোসেন মিয়ার ছেলে হাসিব,ফোরম্যান জামান মিয়ার ছেলে মো.কাজী মাসুদ এবং কাজী মাসুদের ছেলে কাজী রিদয় ৩০ হাজার টাকা চাদাঁ দাবী করেন। তাদের দাবীকৃত চাদাঁর টাকা না দিলে তারা আমার গাড়ির চালক এবং আমাকে মারধর করে লাশ গুম করার হুমকী প্রদান করেন।

গত ৭ সেপ্টেম্বর বিবাদীরা পুনরায় আমার গাড়ির চালকদের কাছ থেকে চাদাঁ দাবী করে। টাকা না দেয়ায় গাড়ির চালকদের মারধর-কিলঘুষি দিয়ে শরীরের লীলাফুলা জথম করে।

অভিযোগে উল্লেখিত বিষয়গুলো সঠিকভাবে তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের সদয় হস্তক্ষেপ কামনা করেন মো.জুয়েল শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *