ডিসেম্বরে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (১২ অক্টোবর) বিকেলে নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, ১০ নভেম্বর রাত ৮টার মধ্যে (৩০ সেপ্টেম্বর পর্যন্ত) সদস্যদের যাবতীয় বকেয়া পরিশোধ করতে হবে। ১১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি জানানো যাবে। ১৭ নভেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২২ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ২৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ২৬ নভেম্বর আপিল শুনানি শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৭ ও ২৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ২৯ নভেম্বর ব্যালট ক্রমিক নম্বরসহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২০ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

সভায় কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি ছাড়াও সদস্য মো. নবী হোসেন, মো. আলী হায়দার, কুতুব উদ্দিন আহমেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচনে সভাপতি পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ১ জন এবং পরিচালক পদে ৮ জনসহ মোট ১১টি পদে ভোট গ্রহণ করা হবে। প্রতিবছর ডিসেম্বর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।

এবারের নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. জাকির হোসেন এবং সদস্য হিসেবে থাকছেন জি. এম. হায়দার আলী বাবলু ও শংকর চন্দ্র সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *