সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমরান নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরআত্রা গ্রামের লাল মিয়ার ছেলে সুজন (২৭) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গাছতলা ঘাট গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে ফরিদ (৫৫)। পলাতক ইমরান নারায়ণগঞ্জ জেলার মিজমিজি পাগলাবাড়ী এলাকার আঃ রব কুট্টির ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদমজী ইপিজেড সংলগ্ন প্রধান সড়কে অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে সুজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে কদমতলী উত্তরপাড়া এলাকার আয়াত গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পাশ থেকে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় চোলাই মদ বিক্রির সঙ্গে জড়িত।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের অগ্রাধিকারের কাজ। সমাজ থেকে মাদক নির্মূল করাই পুলিশের প্রধান লক্ষ্য। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।