সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাচপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ মোঃ ফজলুল হক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ১৩ অক্টোবর (রবিবার) কাচপুরে তার বাসভবনে যান।
এ সময় অধ্যাপক মামুন মাহমুদ সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ ফজলুল হকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি অসুস্থ নেতার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং বিএনপির পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আলহাজ মোঃ ফজলুল হক শুধু কাচপুর ইউনিয়নের নয়, পুরো সোনারগাঁও অঞ্চলের মানুষের ভালোবাসার একজন জননেতা। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পাশে আছি।”
সাবেক চেয়ারম্যানের বাড়িতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা আলহাজ মোঃ ফজলুল হকের সুস্থতার জন্য দোয়া করেন এবং কাচপুর ও সোনারগাঁও অঞ্চলের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন।