ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৭নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান (টিপু)। তিনি বক্তব্য শুরুতেই ১৭ নং ওয়ার্ডের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এক হয়ে জনগণের পাশে দাঁড়ান।
পরে তিনি আরও বলেন, পঁচল্লিশ বছর রাজনীতি করে এখনো যদি আপনার মুখে শুনতে হয় যে মেম্বার-চেয়ারম্যান পাস করব না তাহলে এর চেয়ে দুঃখের কিছু আর হয় না। আরে ভাই, ৯০ মিনিটের খেলা তো ৫ই আগস্টেই শেষ হয়ে গেছে। আপনি যদি এত বড় শিল্পপতি হন, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমানের নাম বিক্রি না করে—বিএনপির নাম ত্যাগ করে স্বতন্ত্র রাজনীতি করে দেখেন, আপনার কতটুকু ক্ষমতা আছে। আপনার অর্থের অহংকার, দাম্ভিকতা আমাদের সামনে দেখাবেন না। আপনি কি সালমান এফ. রহমানকে দেখেননি? এত টাকা থাকলেও লুঙ্গি পরে, নবীর দাড়ি কেটে ফেলেছে নৌকা দিয়ে পালিয়ে যেতে চেয়েছেন কিন্তু আল্লাহর বিচার ধরা পড়েছে দেখা গেছে এতে কি আপনাদের কোন শিক্ষা হলো না?
মঙ্গলবার ( ১৪ অক্টোবর) বিকেল শহরের পাইপাড়া জয়গোবিন্দ স্কুল হলরুমে ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি শিল্পপতিদের সতর্ক করে বলেন, এডভোকেট সাখাওয়াত অ্যাডভোকেট টিপু নারায়ণগঞ্জে বেশে আসে নাই আর যারা আমাদের সঙ্গে টিকে আছেন, তারা এখানে ফ্যাসিবাদীদের মধ্যে থেকে আন্দোলন-সংগ্রাম করে আজও টিকে আছেন। তারা এ দেশের সন্তান, এখানেই তাদের জন্মস্থান। আপনি ক্ষমতায় না ওঠার আগেই গডফাদারের বাড়িতে কথা বলেন; নারায়ণগঞ্জকে আবার সন্ত্রাসের রাজ্য বানাতে চাইছেন সেদিকে খেয়াল রাখুন, উপরে আল্লাহ আছেন, তিনি সব দেখেন। অন্যকে সম্মান দিতে শিখুন; অন্যের পরিশ্রমের মূল্য দিতে শিখুন। তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে মূল্যায়ন করতে শিখুন।
তিনি আরও বলেন, “দালালদের পাশে বসিয়ে, ভুয়া মুক্তিযোদ্ধাদের পাশে বসিয়ে, ওসমান ফ্যামিলির দালালদের নিয়ে ওসমান ফ্যামিলির বিরুদ্ধে কথা বলছেন; এটা কি কোনও নাটক বানিয়ে আমাদের বুঝাতে চান? আপনি রাজনীতির একজন মূর্খ; রাজনীতির ভাষা আপনি বুঝেন না। এখনো বোধগম্য হয়নি কি সাখাওত ও টিপুকে ছাড়া কেন্দ্রে আপনি দুই ঘন্টা বসেছিলেন; আপনার সদস্য ফরম আটকে ছিল। এখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন আপনার লজ্জা থাকা উচিত। আপনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, যারা ওসমান ফ্যামিলির দালালি করেছে তারা যেন মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে আমাদের পাশে না আসে, এখন আপনি তাদের পাশে বসে দালালি করেন; আপনার এই নাটক, আপনার মুখো জনগণের সামনে উন্মোচিত হয়েছে।
পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।
মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, বিএনপি, ১৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, দপ্তর সম্পাদক নাজমুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, ক্রীড়া সম্পাদক মো. স্বপন, লুৎফর রহমান মন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।