সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২৫ মিনিটে আষারিয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক ও আরোহী পালানোর চেষ্টা করে। পুলিশ তৎক্ষণাৎ ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন, মোঃ শাহরিয়ার মাহমুদ ও ওবায়দুল হক ।
তল্লাশিতে তাদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ইয়ামাহা FZ-S Version 4.0 মোটরসাইকেল (রেজি. নং ঢাকা মেট্রো-ল-৬৭-১৫৮৩) জব্দ করা হয়।
সোনারগাঁ থানা ওসি রাশেদুল ইসলাম জানায়, এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।