ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশিদের সমর্থকদের মাঝে চিন্তার ভাজ দেখা যাচ্ছে। বিশেষ করে ৫ আগষ্টের পর যে সকল হাইব্রিড ও ব্যবসায়িরা নির্বাচনে এমপি হওয়ার স্বপ্ন বুকে লালন করে খরচা করছেন। সেই সকল মনোনয়ন প্রত্যাশি ও তাদের সমর্থকদের মাঝে অদৃশ্য ভাঙ্গণ দেখা দিয়েছে।
সোমবার ২০ অক্টোবর রাত সাড়ে ৭ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের হাস্যজ্জ্বল ছবি ভাইরাল হতে দেখা যাচ্ছে।
যেখানে এ্যাড. আবুল আল ইউসুফ খান টিপুকে জড়িয়ে ধরে রেখেছেন আবুল কাউছার আশা। পাশেই গা ঘেষে দাঁড়িয়ে আছেন এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও মাসুকুল ইসলাম রাজীব।
এ বিষয় স্থানীয় বিএনপি তূণমূল নেতাকর্মীরা বলেন, আমরা কোন বিভেদ চাই না দলের নেতাকর্মীদের মধ্যে এই রকম হাস্যজ্জ্বল সর্ম্পক দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। যদি সিনিয়র নেতাদের মধ্যে সুসর্ম্পক থাকে তাহলে কোন সুবিধাবাদীরা দলের মধ্যে অনুপ্রবেশ করতে পারবেনা।
যারা বিগত দিনে দলের বিরুদ্ধে থেকে স্বৈরাচারীদের মদদ করেছে। আর যাই হউক তাদের পিছনে রাজনীতি করার মত মন-মানসিকতা দলের ত্যাগীদের মধ্যে থাকেনা। কারন তারা দল ও দেশকে ভালবেসে রাজপথে ছিলো। কোন সুবিধাবাদীদের সুবিধা ভোগের জন্য আমরা রাজনীতি করি নাই।
তারা আরও বলেন, রাজনীতিতে একটা কথা আছে সেটা হলো রাজনীতিতে শেষ বলে কোন শব্দ নেই” আমরা চাই সিনিয়র নেতাদের এই সম্পর্কটা আরও শক্তিশালী হবে। তাহলে দলও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।