চুরির অভিযোগে যুবককে মারধর

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট : 

নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে জুতা চুরির অভিযোগে এক যুবককে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সড়কে ‘ট্রেন্ডই সু’ নামে একটি জুতার দোকানের সামনে এই ঘটনা ঘটে।

তবে মারধরের শিকার ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

দুপুর দুইটার দিকে ডিআইটি মার্কেটের দোকানটির সামনে মানুষজনের জটলা দেখা যায়। ভিড় ঠেলে গেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একজন যুবককে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এবং তাকে মারধর করছিলেন দোকানটির মালিক ও কর্মচারীরা। এতে অংশ নেন পথচারীরাও। তাদের মধ্যে কয়েকজন সরকারি তোলারাম কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীও ছিলেন।

লাঠি হাতে থাকা মো. সানি নামে এক যুবক নিজেকে দোকানটির মালিক পরিচয় দিয়ে বলেন, “আমার দোকানে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। ভেতর থেকে মনিটরে আমার কর্মচারী বাইরে রাখা জুতা একজনকে ব্যাগে ভরতে দেখে। পরে বাইরে এসে হাতেনাতে ওকে ধরে। তারপর আমরা একটু শাসন করে দেই।”

মারধর করার সময় দোকান মালিক সানিকে বলতে শোনা যায়, “ওহন তোরে মারলেও কোনো মামলা নাই।”

এদিকে, প্রায় ৩০ মিনিট ওই যুবককে বেঁধে রাখতে দেখতে পান এ প্রতিবেদক। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। যাবার সময় যুবকের সঙ্গে কথা বলারও চেষ্টা করেন এ প্রতিবেদক। তবে, তিনি কোনো কথার উত্তর না দিয়ে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *