ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীদের মিলন মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সাবদী এলাকার হাজরাদীতে দিনব্যাপী এ আয়োজন হয়। এতে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের শতাধিক সাবেক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মিলন মেলায় প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতিভোজ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যিনি অনুষ্ঠানের আলোচনা পর্বে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
এ সময় যুবদলের পক্ষ থেকে বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনের অসুস্থতার খোঁজ নেওয়া হয় এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তব্যে খোরশেদ বলেন, আমাদের সময়ে হয়তো কর্মীর সংখ্যা কম ছিলো, কিন্তু সাহস ছিলো অনেক বেশি। নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট শামীম ওসমান ও সরকারি পুলিশের সঙ্গে রাজপথে আমরা লড়েছি। তখন শুধু যুবদলের নয়, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলকেও সহযোগিতা করেছিলাম। সেই সময়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ছিল সারা দেশের শক্তিশালী ইউনিটগুলোর একটি।”
তিনি আরও বলেন, আজ বিএনপিতে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। সবাই প্রার্থী হতে পারেন, কিন্তু কাদা ছোড়াছুড়ি করে দলের ক্ষতি করা যাবে না। ধানের শীষ যার হাতে যাবে, আমরা তার পক্ষেই জীবন বাজি রাখবো।”
বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের উদ্দেশে খোরশেদ বলেন, যখন আমি ও মন্তু ভাই যুবদলের দায়িত্বে ছিলাম, তখন ছাত্রদলের সভাপতি হিসেবে সজল আমাদের কাছে কিছু নাম প্রস্তাব করেছিলেন। আমরা সেসব বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ পদ দিয়েছিলাম। এখন আমরা চাইব, যেসব সাবেক নেতারা তৃণমূল থেকে কাজ করেছেন এবং এখনো যুবদলে সক্রিয় থাকতে পারেন—তাদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ আলী।
প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু।
বিশেষ বক্তা ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, জুয়েল প্রধান, রানা মুজিব, সাগর প্রধান, জুয়েল রানা, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলুসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে মরহুম নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মিলন মেলার প্রধান অতিথি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।