বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের মদনপুর একতা সুপার মার্কেটে শনিবার (২৫ অক্টোবর) ব্যবসায়ীরা বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ এর বিরুদ্ধে হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। সকাল ১১টায় মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমিতির বর্তমান ও সাবেক কমিটির সদস্যসহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মদনপুর একতা সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম বলেন, আমাদের সমিতিতে ১০১ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ৫–৬ জন সদস্য হিরণের সঙ্গে যোগসাজশ করে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, সমবায় অফিসে অভিযোগ এবং হুমকি-ধামকি প্রদর্শন করছে। আদালত ইতিমধ্যেই এই মামলা খারিজ করেছে, সমিতিও অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি।”
তিনি আরও জানান, হিরণ বাহিনী মদনপুর এলাকার সরকারি খাল দখলদার ও চাঁদাবাজদের আশ্রয়ে মার্কেটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। হিরণ সমিতির সদস্য না হলেও অবৈধ প্রভাব ব্যবহার করে উপজেলা, জেলা ও বিভাগীয় সমবায় কর্মকর্তাদের উপর ভীতি সৃষ্টি করছেন। এর ফলে অফিসসমূহ স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হিরণ বাহিনীর ভয় দেখানোর কারণে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। সমিতির সাধারণ সদস্যদের মধ্যে ৫–৬ জনকে ছাড়া সকলেই বর্তমান কমিটির প্রতি সমর্থন জানিয়েছে।
নজরুল ইসলাম সকল ব্যবসায়ী ও সমিতি সদস্যদের প্রতি আহ্বান জানান,
মদনপুর এলাকার ব্যবসায়িক পরিবেশ রক্ষার জন্য আমরা সমিতির দুর্নীতিগ্রস্ত ৫–৬ জন সদস্যকে বহিষ্কার করেছি। হিরণ বাহিনীর চাঁদাবাজি ও হুমকি থেকে মার্কেটকে সুরক্ষিত করতে সকল সদস্যের সহযোগিতা প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কোষাধক্ষ্য মনির হোসেন, উপদেষ্টা নাজমুল হাসান এবং পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা।
সমিতির সব সদস্য উপস্থিত ছিলেন এবং একযোগে প্রতিশ্রুতি দেন, মার্কেটের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও হুমকি-বিরোধী পদক্ষেপ অব্যাহত রাখা হবে।