ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুই অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মিয়ার তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর সজীব সাহা অভিজিৎ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২৪ অক্টোবর ২০২৫ বিকেল আনুমানিক ৫:৪৫ ঘটিকায় বন্দর থানার চিড়াইপাড়া (লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন) আল মদিনা বাংলা খাবার হোটেল এর সামনে একটি অভিযান চালিয়ে মৃত হোসেন আলীর ছেলে রফিক ওরফে সিএনজি রফিকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
একই দিনের রাত আনুমানিক ৯:১০ ঘটিকায় সাব-ইন্সপেক্টর বিরাজ দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিদ্ধিরগঞ্জ মৌচাক মিজমিজি ফয়সাল টাওয়ারেরমালিক হাজী মোঃ গিয়াসউদ্দিন খাঁন এর বাড়ী ২য় তলা তে অভিযান চালিয়ে সোনারগাঁয়ের নয়াপাড়া এলাকার মিরাজ মিয়ার ছেলে সাইফুলকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।