কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের বন্দরে কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের চেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বন্দরের একরামপুরে সিএসডি গেট এলাকায় আয়োজিত এই মানববন্ধনের আয়োজন করে বন্দর উন্নয়ন ফোরাম।

মানববন্ধনে ফোরামের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ কবির হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল লতিফ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, জেলা গণসংহতির সমন্বয়ক তারিকুল সুজন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, এডভোকেট শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ ও আশিফুজ্জামান দুর্লভ, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, শিক্ষক আনোয়ার হোসেন, কদম রসুল কলেজের সদস্য সোহেল ও শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান জসিম।

পরে মানববন্ধনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।

এছাড়া মানববন্ধনে বন্দরের বিভিন্ন সামাজিক সংগঠন পরিবর্তন’, ‘বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদ’, ‘বন্দর ক্লাব লিঃ’ এবং ‘অবিচল রাজবাড়ী’—বন্দর উন্নয়ন ফোরামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তারা জানিয়েছেন, ভবিষ্যতে বন্দরের উন্নয়নমূলক কর্মসূচিতে একসাথে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *