আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে বাতেন হত্যা মামলার বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বাদী মো. শাহজাহান থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় রসুলপুর গ্রামে তার বাবা আব্দুল বাতেন (৭৫), ছোট ভাই আজিজুল (২৭) ও ভাগিনা মুছা (২৫)-এর ওপর স্থানীয় রেজাউল করিম (৩৫)-এর নেতৃত্বে ২৩ জন ও অজ্ঞাত ১৫–২০ জন সন্ত্রাসী হামলা চালায়। পূর্বশত্রুতার জেরে চালানো ওই হামলায় আব্দুল বাতেন গুরুতর আহত হয়ে মারা যান।
এই ঘটনায় শাহজাহান বাদী হয়ে রেজাউলসহ ২৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার পর থেকে অজ্ঞাত ব্যক্তিরা নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, “বাড়িতে রাতে ইট-পাথর নিক্ষেপ করা হচ্ছে, পরিবারের সদস্যদের ভয় দেখানো হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি, কেউ কেউ ভয়ে বাড়িঘর ছেড়েও গেছে।”
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, হুমকির বিষয়ে শুনেছি, তদন্ত করা হবে। তবে সাধারণ ডায়েরিটি এখনো রেকর্ড করা হয়নি।