ফতুল্লা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ফতুল্লা থানা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার জামতলাস্থ হিরা কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক মোঃ জিলানী ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব হাফেজ মোঃ মোহসিন এবং ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ মামুন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া, জেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ মামুনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে। এই আন্দোলনে ওলামা সমাজের অংশগ্রহণ অপরিহার্য। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অতিথিবৃন্দ আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনকে বেগবান করতে ওলামা দলকে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মীসভায় ফতুল্লা থানা ওলামা দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভা শেষে দলীয় কর্মসূচি বাস্তবায়নে করণীয় নির্ধারণ এবং নতুন সদস্য সংগ্রহ অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।