সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাদাঁ না দেওয়ায় হত্যা চেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানবন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার মীরেরটেক এলাকায় মদনপুর-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী ঠিকাদার কামরুজ্জামান জানান, তিনি উপজেলার মীরেরটেক বাজার থেকে সাদিপুর রাস্তার মেরামতের কাজ পান। পরে কাজ করতে গেলে স্থানীয় গোলজার হোসেনের নেতৃত্বে আওলাদ, বাবু, সোহাগ, আল আমিন সহ ১০/১২ জনের একদল বাহিনী তার কাছে চাদাঁ দাবী করেন। চাদাঁ দিতে অস্বীকার করায় গত বৃহস্পতিবার তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।