মিরাজ হোসাইন (স্টাফ রিপোর্টার)
ওসমানী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামনে থেকে প্রতিরোধ গড়ে তুলেছে মহানগর যুবদল। পাশাপাশি দলের সব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে সংগঠনটি এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, “মহানগর যুবদলকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। কোনো যুক্তি বা প্রমাণ ছাড়াই সংগঠনকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে তারা অপরিণত (immature)। তাদের আরও পড়াশোনা ও রাজনৈতিক চর্চার প্রয়োজন আছে।”
এসময় শাহেদ আহমেদ আরও বলেন, “আজকের র্যালিতে আমরা তিনজন এমপি পদপ্রার্থীকে একত্রে করতে পেরেছি।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা প্রমুখ।
এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ ও মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালিটি শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়।
এসময় মহানগর যুবদলের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।