জুম্মার পরে খোরশেদের দোয়া প্রার্থনা ও ৩১ দফার লিফলেট বিতরণ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে জুম্মার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় তিনি দলের শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন এবং কেন্দ্রীয় কবরস্থানের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন।

বক্তব্যে খোরশেদ বলেন,আমি আল্লাহর সিদ্ধান্ত ও ইচ্ছার ওপর নির্ভরশীল। দল আমাকে এমপি বা চৌকিদার—যে অবস্থানেই উপযুক্ত মনে করবে, সেই জায়গা থেকেই জনগণের সেবা করতে প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।

নামাজ শেষে তিনি প্রায় পাঁচ সহস্রাধিক মুসল্লির মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন,আওয়ামী দুঃশাসনে দেশের রাষ্ট্রীয় অবকাঠামো ভেঙে পড়েছে। তারেক রহমান রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন। ‘সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগান সামনে রেখে তিনি জনগণের সহযোগিতা চেয়েছেন।

খোরশেদ আরও বলেন,বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার। এখানে এমপি হওয়ার মতো বহু যোগ্য নেতা রয়েছেন। আমরা ব্যক্তি নয়, দলের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দেবো। আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *