ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর র্যালি আয়োজনের মাধ্যমে জনগণকে দেখাতে হবে যে, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং জনগণ তাদের পাশে রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে মহানগর বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। র্যালিতে সাংগঠনিক ব্যানার ছাড়া অন্য কোনো প্রার্থীর ব্যানার ব্যবহার না করার আহ্বানও জানান তিনি।
সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কারণ আমরা এখনো ক্ষমতায় নেই। আমাদের যে দুঃখ, সেটি সবাই ভাগাভাগি করবে এবং দলের ঐক্য বজায় থাকবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র শুধু বিএনপি ও তারেক রহমানকে লক্ষ্য করে চলছে। ঐক্যবদ্ধ না হলে সুবিধাভোগী ও ষড়যন্ত্রকারীরাই লাভবান হবে। তাই দল ক্ষমতায় আসা পর্যন্ত পরেও আমরা ঐক্যবদ্ধ থাকবো।
তিনি আরও বলেন, আমরা কোনো ব্যক্তিগত প্রচারণা চালাইনি, আমাদের অনুষ্ঠানগুলোও ব্যক্তি প্রচারণার জন্য নয়। দল যাকে মনোনয়ন দেবে, তাকেই আমরা সমর্থন করব। যারা মনোনয়ন চাই, তারা দলের নিয়ম মেনে কাজ করবে।
সভায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, মহিউদ্দিন শিশির, ইকবাল হোসেন, নাসির উল্লাহ টিপু, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, সোহেল খান বাবু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মতবিনিময় সভার মাধ্যমে র্যালির প্রস্তুতি, সাংগঠনিক শৃঙ্খলা এবং দলের একতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।