ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে জুয়েল মিয়া (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আর মোহাম্মদ আরিফুর রহমান (২০) নামের আরো একজন আহত হয়েছেন।
শনিবার (১নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল মিয়া গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। সে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।
জুয়েল পেশায় একজন দর্জি ছিলেন। সে পঞ্চবটি এলাকাতে একটি দোকানে কাজ করতেন। আহত মোহাম্মদ আরিফুর রহমান একই এলাকার বাসিন্দা।
ডোমার বসুনিয়াহাট সড়ক ৪ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে টানা বৃষ্টির কারণে গাড়ির চাপ থাকায় রিকশা না পেয়ে লোকজন পায়ে চলাচল করে। ঐ সময় ২জন লোক রাস্তা পারাপারের সময় সেনা কল্যাণ সংস্থার বোঝাইকৃত দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুজন আহত হন।
স্থানীয়রা তাদেরকে দ্রুত তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (দায়িত্বরত) ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুটি ট্রাক থানায় নিয়ে আসা হয়েছে।
আর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।