রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণের দায়ে এসি আই সল্ট লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মুড়াপাড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারকুল আলম। এসময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এবং রূপগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া অভিযানে প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে দেখা যায়, কারখানাটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লঙ্ঘন করছে। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ জানান, পরিবেশ রক্ষার স্বার্থে জেলার বিভিন্ন কারখানা ও প্রকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।